সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরে পারিবারিক কলহের জেরে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে হাছননগর এলাকার একটি বাসা থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে শহরের হাছননগর এলাকায় একটি বাসা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।’