1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
পাইকগাছা থানা পুলিশের ৩ পরোয়ানা আসামিকে গ্রেফতার — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

পাইকগাছা থানা পুলিশের ৩ পরোয়ানা আসামিকে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৪২ বার পঠিত

খুলনার পাইকগাছা থানার বিশেষ অভিযানে ৩ গ্রেফতারী পরোয়ানার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহষ্পতিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সহকারী উপ-পুলিশ পরিদর্শক সরদার মোস্তফা, মাসুদ করিম ও গৌতম রায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে । গ্রেফতারী পরোয়ানার আসামিরা হলেন, উপজেলার গদাইপুর ইউনিয়নের গদাইপুর গ্রামের মকবুল সরদারের ছেলে রবিউল সরদার(৪০) একই ইউনিয়নের গোপালপুর গ্রামের আকবর বিশ্বাসের ছেলে আল-আমীন বিশ্বাস(৪২), চাঁদখালী ইউনিয়নের পূর্ব কালুয়ার বাদুড়িয়া গ্রামের ফজর আলী মোড়লের ছেলে আবুবক্কর মোড়ল(৪৭)। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, গ্রেফতারী পরোয়ানার ৩ আসামিকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ###

নবান্ন টিভি / তৃপ্তি রঞ্জন সেন

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com