স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, নারীর ক্ষমতায়নে এগিয়ে যাচ্ছে দেশ। শেখ হাসিনার নেতৃত্বে নারীদের উন্নয়ন ঘটেছে।
নারী উদ্যোক্তা দেশের আর্থসামজিক উন্নয়ন ঘটাচ্ছেন। নারীদের আর স্বামীর কাছে টাকা চাইতে হয়না। তারা নিজেরাই স্বাবলম্বী হয়েছেন।
তাদের টাকায় এখন ছেলে মেয়েরা লেখাপড়া করে। উত্তরাঞ্চলে আর সেই মঙ্গা নেই। বিআরডিবির বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে নারী উদ্যোক্তা বাড়ছে।
শুক্রবার (২৮ জুলাই) গাইবান্ধার পলাশবাড়ীর এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পল্লী পণ্য মেলা ও উদ্যোক্তা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন,
নারীদের বিভিন্ন প্রশিক্ষণ ১৫ দিনের ছিল। সেই প্রশিক্ষণের সময় ২ মাস বাড়িয়ে দেওয়া হবে। যাতে করে তারা আরও ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারে।
তাদের জন্য স্বল্প সুদে ঋণ সুবিধার ব্যবস্থাসহ নানা সুযোগ সুবিধার আওতায় আনা হবে।
তিনি বলেন,
গাইবান্ধার নারী উদ্যোক্তার কারণে আজ আমাদের মন্ত্রাণালয় দশম অবস্থানে। এটা আমাদের জন্য গৌরবের। সামনে জাতীয় নির্বাচন আসছে।
সরকারের এই উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি কুচক্রি মহল বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
সরকারের এই উন্নয়নের ধারাকে অব্যাহত ভোটের মাধ্যমে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
নয়তো ইরাক, আফগানিস্থানসহ অন্যান্য দেশের মত নারীর ক্ষমতায়ন খর্ব হবে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত গাইবান্ধা সমস্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের আওতায় সৃজিত পণ্য ভিত্তিক পল্লীর পণ্য মেলা ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও বিআরডিবি এ পল্লী পণ্য মেলা ও উদ্যোক্তা সমাবেশের আয়োজন করে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মহাপরিচালক আব্দুল গফ্ফার খানের সভাপতিত্বে
ও গোবিন্দগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তর্য রাখেন,
স্থানীয় সরকার গাইবান্ধার উপপরিচালক মো. শরিফুল ইসলাম,
পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান প্রমুখ।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের গাইবান্ধার পরিচালক আবদুস সবুর।
আরও পড়ুন :