নারায়ণগঞ্জ জেলা রোভারের ব্যবস্থাপনায় ৩৬৭তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাঁবু জলসা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মোঃ নবী হোসেন, নারায়ণগঞ্জ- বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় এবং নারায়ণগঞ্জ জেলা রোভারের ব্যবস্থাপনায় ৩৬৭তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে সলিম উদ্দিন চৌধুরী কলেজ কাঞ্চন রূপগঞ্জ নারায়ণগঞ্জ।
অত্র কোর্সের প্রশিক্ষক ও নারায়ণগঞ্জ জেলা রোভার কমিশনার শরীফ মোহাম্মাদ আরিফ মিহিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর এনামুল হক খান,
ডি আর সি ট্রেনিং প্রফেসর ড. মিজানুর রহমান শেলী, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস, সলিম উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো: জাহাঙ্গীর মালুম।
সভাপতিত্ব করেন কোর্স লিডার প্রফেসর এ. এইচ. এম .এ ছালেক।
আরো উপস্থিত ছিলেন কোর্স সচিব ও জেলা রোভার সম্পাদক এইচ এম ফারুকুল ইসলাম সহ উপস্থিত ছিলেন, অত্র কোর্সের প্রশিক্ষক,
পিআরএস এ এস এম মুস্তাফিজুর রহমান,এএলটি অএ কোর্সের প্রশিক্ষক, মোঃ জহিরুল আলম,এএলটি, কোর্সের প্রশিক্ষক মোঃ আশরাফুল ইসলাম,
উডব্যাজার, প্রশিক্ষক আবুল খায়ের,উডব্যাজার, অত্র কোর্সের প্রশিক্ষক জানে আলম দিপু, যুগ্ম সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ জেলা রোভার লিডার ও প্রশিক্ষক সবেনুর ললনা প্রমুখ।
আরও পড়ুন: