নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি সাগর সিদ্দিকী ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক জাহিদকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ জুলাই) দিবাগত রাতে ফতুল্লার নিজ নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।
আটকের বিষয় নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম খান।
তিনি সময় সংবাদকে বলেন, দুইজনকে রাতে আটক করা হয়েছে। তবে বর্তমানে তারা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আছে।
আরও পড়ুন: নরসিংদীতে বিএনপি নেতা খোকনের গাড়িবহরে হামলা, ছাত্রদল নেতা আটক
এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া জানান,
ঢাকায় বিএনপির তারুণ্যের সমাবেশের কারণে কোনো কারণ ছাড়াই ছাত্রদলের সহ-সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আজ সেখানে অংশ নিতে যেতেন। তার যাওয়া আটকে দিতে এবং অন্য নেতাকর্মীদের আতঙ্কে রাখতেই পুলিশের এই গ্রেফতার।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান,
ফতুল্লা ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক জাহিদ ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগরকে তাদের বাড়ি থেকে আটক করে নিয়ে গেছে পুলিশ।
ঢাকায় বিএনপির তারুণ্যের সমাবেশকে ঘিরে তাদের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও তাদের আটক করা হয়েছে। আমি দ্রুত তাদের মুক্তি দাবি করছি।
আরও পড়ুন :