1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
নারায়ণগঞ্জে পাগলা মহিষকে বাগে আনতে পুলিশের লক্ষ্যভ্রষ্ট গুলিতে যুবক গুলিবিদ্ধ
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে পাগলা মহিষকে বাগে আনতে পুলিশের লক্ষ্যভ্রষ্ট গুলিতে যুবক গুলিবিদ্ধ

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৮৫ বার পঠিত
নারায়ণগঞ্জে পাগলা মহিষকে বাগে আনতে পুলিশের লক্ষ্যভ্রষ্ট গুলিতে যুবক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জে আড়াইহাজারে মহিষের আক্রমণ থেকে জানমাল রক্ষা করতে পুলিশ গুলি চালালে লক্ষ্যভ্রষ্ট হয়ে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় যুবকের নাম শান্ত (২৪)। তিনি দুপ্তারা এলাকার বাবুল মিয়ার ছেলে।

শুক্রবার (৩০ জুন) সকালে আড়াইহাজার উপজেলার দুপ্তারা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আহত যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান,

শুক্রবার সকালে দুপ্তারা এলাকায় একটি মহিষ ছোটাছুটি করে সাধারণ মানুষকে আক্রমণ করতে থাকে।

এ সময় আড়াইহাজার থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে টহল দিচ্ছিল।

স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে শহিদুল ইসলাম মহিষটি লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় গুলি লক্ষ্যভ্রষ্ট হলে মহিষের পেছনে থাকা শান্তর পেটের ডানপাশে বিদ্ধ হয়।

পুলিশ ও স্থানীয়রা শান্তকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে রেফার্ড করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন,

ঈদুল আজহার আগের রাতে হাট থেকে কোরবানির উদ্দেশ্যে কেনা একটি মহিষ ক্রেতা এবং আশপাশের লোকজনকে আঘাত করে।

মহিষের এমন তাণ্ডবে দুজন আহত হন। পরে মহিষটি শুক্রবার সকালেও বিভিন্ন স্থানে তাণ্ডব চালালে কেউ তাকে ধরতে পারেনি।

এ অবস্থায় স্থানীয়দের কাছে খবর পেয়ে টহলরত পুলিশ মহিষটি ধরার চেষ্টা করে এবং জানমাল রক্ষার্থে মহিষটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

দুর্ঘটনাবশত গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে এক যুবকের পেটে লাগে। চিকিৎসার পর ওই যুবক পুরোপুরি সুস্থ আছেন।

মহিষটি এখনও ধরা যায়নি। তবে পুলিশ মহিষের ওপর নজর রাখছে। মহিষটিকে ধরার জন্য ঢাকা চিড়িয়াখানা থেকে চেতনানাশক আনা হয়েছে বলেও জানান ইমদাদুল ইসলাম।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com