তিন দিনের টানা ভারী বৃষ্টির ফলে নারায়ণগঞ্জে আড়াইহাজার-জাঙ্গালিয়া সড়কের
দাসিরদিয়া বটতলায় সড়ক ভেঙ্গে গভীর গর্ত হওয়ায় ওই সড়কে যানবাহর চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার রাতের প্রবল বর্ষণে রাতেই রাস্তাটি ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ফলে এ পথে আড়াইহাজার উপজেলা তথা রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে আড়াইহাজার উপজেলার ৫ ইউনিয়ন সহ সোনাগাঁয়ের ২টি ইউনিয়নবাসীর।
মঙ্গলবার সকালে সরেজমিনে পর্যবেক্ষণে গিয়ে দেখা যায় যে, রাস্তায় দাসিরদিয়া বটতলা নামক স্থানে বৃষ্টির পানির তোড়ে গভীর গর্ত হয়ে গেছে।
ফলে কোন গাড়ী ওই পথে চলাচল করতে পারছে না। ছোট ছোট অটোরিকশা গুলো ৫/৬ জনে ধরে ঠেলা ধাক্কা দিয়ে এক পাশে দিয়ে কোন রকমে পার করছে।
উপস্থিত লোকজন জানান, রোববার গভীর রাতেই রাস্তাটি ভেঙ্গে ভয়াবহ গর্তের সৃষ্টি হয়েছে। তখন থেকেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
প্রসঙ্গত, প্রায় ১১ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়কটি গত ১৫ বছর ধরে সংস্কার না করায় লোক ও যান চলাচল এমনিতেই ব্যাহত হচ্ছিল।
বর্তমানে একটি ঠিকাদারী প্রষ্ঠিান রাস্তাটি নির্মাণের কাজ চলমান রাখলেও নির্মাণ কাজে ধীর গতীর কারণে লোক ও যান চলাচল স্বাভাবিক হচ্ছিল না।
এরই মধ্যে রাস্তায় গভীর গর্ত হয়ে তা একেবারেই বন্ধ হয়ে গেছে।
বিষয়টি জানাতে গিয়ে বা এ বিষয়ে কথা বলার জন্য উপজেলা প্রকৌশলী আরিফুর রহমানের ব্যবহৃত মুঠো ফোনে বার বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
আরও পড়ুন: