1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষকের বিচার দাবীতে মানববন্ধন
রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষকের বিচার দাবীতে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৮৯ বার পঠিত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ধর্ষকের বিচার দাবীতে মানববন্ধন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেমের প্রস্তাাবে সাড়া না দেয়ায় ক্ষিপ্ত হয়ে দশম শ্রেণীর ছাত্রীর হাত ওমুখ বেঁধে রাতের আঁধারে ধর্ষণ করার ঘটনায় ধর্ষকের বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার সকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন ও এর আশে পাশের এলাকায় মানববন্ধন করেছে এলাকার সর্বস্তরের জনাসাধারণ।

মানবন্ধনে কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ফাইজুল হক ডালিম উপস্থিত ছিলেন।

তবে অভিযুক্ত শাকিল (১৯) কে শনিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারে বাদী ধর্ষিতার মা উল্লেখ করেন,

কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী (১৫) কে স্কুলে যাতায়াতের পথে প্রেম নিবেদন করতো

তার নিজ গ্রাম মধ্যারচরের রাজ্জাক ওরফে রেজেকের ছেলে সাকিল (১৯)। এতে তার মেয়ে রাজী না হলে শাকিল কোষপে যায়।

বৃহষ্পতিবার (২০ জুন) রাত সাড়ে ৯টার দিকে মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে আগে থেকে বাইরে ওঁৎ পেতে থাকা শাকিল তাকে বলপূর্বক তুলে নিয়ে যায় ।

বাড়ী থেকে সামান্য দূরে জনৈক জব্বরের ফাঁকা ও পরিত্যাক্ত ঘরের ভিতরে নিয়ে

স্কুল ছাত্রীর মুখ ও হাত কাপড় দিয়ে বেঁধে বলপূর্বক ধর্ষণ করে সেখানে ফেলে রেখে ধর্ষক পালিয়ে যায়।

রাত ১২টার দিকে বাড়ীর লোকজন খোঁজাখূঁজি করে ধর্ষিতাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

পরে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ধর্ষিতা বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

 

আরও পড়ুন :

নবান্ন

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com