নরসিংদী পৌরসভার উদ্যোগে পরিবেশ উন্নয়ন ও ডেংঙ্গু সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুলাই) সকালে নরসিংদী আইডিয়াল হাই স্কুলে আয়োজিত সভায় সভাপতিত্বে করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজিল ই মিল্লাত।
উক্ত সভায় বক্তব্য রাখেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুর মোহাম্মদ খন্দকার পারভেজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ জয়নুল আবেদীন ও পৌরসভার কাউন্সিলর রোমানা ফেরদৌস সোনিয়া।
আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক হলধর দাস, স্কুলের সিনিয়র শিক্ষক নূরে আলম খান ও হাফেজ মাওলানা মোঃ জয়নুল আবেদীন।
পরে সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন এর নেতৃত্বে নরসিংদী আইডিয়াল হাই স্কুল ও প্রেসক্লাব সহ নরসিংদী শহরের বিভিন্ন এলাকায় ডেংঙ্গু নিধন জন্য ঔষধ স্প্রে করা হয়।
আরও পড়ুন :