নরসিংদীর লটকন রাজ্যে বেতার শ্রোতাদের মিলন মেলায় অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ জুলাই)শিবপুর উপজেলা জয়নগর ইউনিয়নের আজকিতলা বাজারের সংলগ্ন এলাকায় বেতার শ্রোতা ফাউন্ডেশন,
নরসিংদী গ্রুপ-বাই,বানিয়াছল বেতার বন্ধু সংসদ এর উদ্যোগে নরসিংদী লটকন রাজ্যে বেতার স্রোতাদের মিলন মেলার আয়োজন করা হয়েছে।
নরসিংদী লটকন রাজ্যে মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার এর মহাপরিচালক নাসরুল্লাহ মো: ইরফান,
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বেতার এর অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) মো: আল-আমিন ।
এসময় আরো অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ বেতার এর মুখ্য উপস্থাপক মাহবুব সুবাহান,উপস্থাপক সাদিক হোসেন,উপস্থাপক আহসান হাবীব,
বেতার শ্রোতা ফাউন্ডেশন নরসিংদী শাখার চীফ এডমিন মো:হোসাইন মুসা,
নরসিংদী জেলা শাখা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি বসির আহম্মদ মোল্লা,
শিবপুর প্রেসক্লাব সাবেক সভাপতি এস এম খোরশেদ আলম,বাংলা টিভি জেলা প্রতিনিধ শরিফ ইকবাল রাসেল,
দৈনিক বাংলার নবকণ্ঠ জেলা প্রতিনিধ খন্দকার আমির হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা শিবপুর উপজেলা শাখা সভাপতি ইলিয়াস হায়দার,
নরসিংদী জেলা শাখার প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, উপজেলা শাখা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী প্রমুখ।
Related