1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
দেশব্যাপী ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস ও নবনির্মিত অন্যান্য অবকাঠামোর শুভ উদ্বোধন — Nobanno TV
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০১:১১ অপরাহ্ন

দেশব্যাপী ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস ও নবনির্মিত অন্যান্য অবকাঠামোর শুভ উদ্বোধন

বশির আহম্মদ মোল্লা
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৫ বার পঠিত
দেশব্যাপী ১৫০টি সেতু, ১৪টি ওভারপাস ও নবনির্মিত অন্যান্য অবকাঠামোর শুভ উদ্বোধন

নরসিংদীতে সড়ক ও জনপদ অধিদপ্ত, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের উদ্যোগে ভিডিও কনর্ফারেন্স এর মাধ্যমে দেশব্যাপী  ১৫০টি
সেতু, ১৪টি ওভারপাস ও নবনির্মিত অন্যান্য অবকাঠামোর শুভ উদ্বোধন করেন  প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সকালে (১৯ অক্টোবর) নরসিংদী জেলা প্রশাসক অফিসে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে

ও নরসিংদী জেলা সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী মো: সাইদুর রহমানের সঞ্চালনায় ভিডিও কনর্ফারেন্স এর মাধ্যমে

দেশব্যাপী ১৫০টি সেতু,১৪টি ওভারপাস ও নবনির্মিত অন্যান্য অবকাঠামোর শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।

এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: হামিদুল ইসলাম,

পৌরসভা মেয়র আলহাজ¦ আমজাদ হোসেন বাচ্চু,নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরিন,

এলজিআরডির নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান তুষার, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ জিএম তালেব হোসেন

ও সাধারণ সম্পাদক আলহাজ পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান,

শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী খন্দকার তোফাজ্জল হোসেন,

গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ আফসার উদ্দিন, নরসিংদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মনির,

নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী শাহ আলম মিয়া. নরসিংদী জেলা পরিষদ সহকারী প্রকৌশলী নুর ই ইলহাম,

জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুলমোতালিব পাঠান,নরসিংদী পৌরসভা সহকারী প্রকৌশলী কৃষ্ণ দয়াল রায় সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।

জানাগেছে, ১৫০টি নতুন সেতু এবং ১৪টি ওভারপাস। দেশের ৮টি বিভাগে মোট ৩৯টি জেলায় এ সকল সেতু ও ওভারপাসের অবস্থান।

এর মধ্যে ঢাকা বিভাগের ৩২টি সেতুর মধ্যে নরসিংদী জেলায় ২টি সেতু হলো খাদেম আলী সেতু এবং এর দৈর্ঘ্য ২৫.৭৪মিটার ও প্রস্থ ১০.৩০মিটার

ও ব্যয় হয় ৪.৬৫ কোটি টাকা, দড়িপুরা সেতু এবং এর দৈর্ঘ্য ৭৬.০১ ও প্রস্থ ১০.৩০মিটার ও ব্যয় হয় ৯.৯৫ কোটি টাকা।

এছাড়া ময়মনসিংহ বিভাগে রয়েছে ৪০টি সেতু, ঢাকা বিভাগে ৩২টি,চট্রগ্রাম বিভাগে ২৭টি ও রাজশাহী বিভাগে ২২টি সেতু।

এছাড়াও খুলনা বিভাগে রয়েছে ১২টি সেতু,বরিশাল ও রংপুর বিভাগে রয়েছে ৮টি সেতু এবং সিলেট বিভাগে উদ্বোধন হচ্ছে ১টি সেতু।

এ ১৫০ টি সেতুর মোট দৈর্ঘ্য ৯৪৫৩.৫৩মিটার যার নিমার্ণ ব্যয় ৩২৮৭.৫০ কোটি টাকা।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com