সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুর সদরসহ ৬টি উপজেলার বিভিন্ন গ্রামের ৫০টি স্থানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টায় দিনাজপুর শহরের পার্টি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হতে দেখা যায়।
জামাতটির ইমামতি করেন মাওলানা আব্দুর রাজ্জাক। শহরের বিভিন্ন মহল্লা থেকে আসা মুসল্লিরা এখানে নামাজ আদায় করে ঈদ উদযাপন করেন।
এদিকে দিনাজপুর জেলার বিরল উপজেলার ভাড়াডাঙ্গী বাজারে, চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম ও সাইতাড়া, কাহারোল উপজেলার রসুলপুর এবং গড়েয়া বাজার এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে চলছে ঈদ উদযাপন।