ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে আগুন লেগেছে। তবে এসি থেকে লাগা এ আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলেন হাসপাতালের কর্মচারীরা।
আজ (বুধবার, ২৮ জুন) সকাল ১০টার দিকে ঢামেক ভবনের ৫ম তলায় ৫১১ নম্বর কক্ষে এ আগুন লাগে।
কক্ষটি একজন চিকিৎসকের (মেডিকেল অফিসার), যিনি বর্তমানে ছুটিতে আছেন।
ফায়ার সার্ভিস সদর দফতরের ইন্সপেক্টর মো. ইউনুস জানান, একজন চিকিৎসকের কক্ষে এসির গোলযোগ থেকে প্রথমে ধোঁয়া ছড়িয়ে পড়ে।
এরপর আগুন লাগলেও তা ছড়াতে পারেনি। খবর পেয়ে ফায়ারের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।
কিন্তু এর আগেই হাসপাতালের লোকজন আগুন নিভিয়ে ফেলে। পরবর্তীতে জমে থাকা ধোঁয়া নিষ্কাশন করা হয়।
মো. কামরুল হাসান নামে পঞ্চম তলায় ভর্তি এক রোগী জানান, সকাল ১০টার দিকে তিনি হঠাৎ ওই কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন।
তখন সেটি সবাইকে জানালে হাসপাতালের কর্মচারীরা তালা খুলে ভেতরে ঢুকে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নিভিয়ে ফেলে।
ঘটনার পর সেখানে কাজ করা একজন বৈদ্যুতিক মিস্ত্রি জানান, ওই কক্ষে ‘উইন্ডো এসি’ রয়েছে। হয়তো এসি চালু করা ছিলো।
অতিরিক্ত তাপের কারণে সেই এসি থেকে আগুন ধরে গেছে।
আরও পড়ুন :