1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
নারী শ্রমিককে গণধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনের ফাঁসি — Nobanno TV
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন

নারী শ্রমিককে গণধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৩৭ বার পঠিত
নারী

ফরিদপুরের মধুখালীতে নারী পাটকল শ্রমিক কাজল রেখা কাজলীকে গণধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

পাশাপাশি প্রত্যেককে একলাখ টাকা করে অর্থদণ্ড ও প্রদান করা হয়।

সোমবার (২৪ জুলাই) বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হাফিজুর রহমান এ রায় ঘোষনা করেন।

এসময় সকল আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চুন্নু শিকদার, মো. নাজমুল হোসেন তেবেজ, ইসলাম মীর, আতিয়ার মোল্যা ও মো. নাসির খান নয়ন।

এদের সকলেরই বাড়ি জেলার মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামে।

জানা যায়, ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকার একটি জুটমিলে নারী শ্রমিক হিসেবে কাজ করত কাজল রেখা।

২০১৯ সালের ১৫ অক্টোবর রাতে ওই নারী শ্রমিক জুট মিল থেকে ফেরার পথে তাকে জোড়পূর্বক তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে আসামিরা।

 

ওই নারী সবাইকে বলে দিতে পারে এমন শঙ্কা থেকেই তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে একটি মাঠের মধ্যে ফেলে রেখে যায়।

কাজল রেখার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়। চাকুরির সুবাদে কামারখালী এলাকায় বাসা ভাড়া করে বসবাস করতেন।

পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

এঘটনায় ওই নারী শ্রমিকের মা বাদী হয়ে মধুখালী থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। পরে মোবাইলের কললিস্টের সূত্র ধরে আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করে পুলিশ।

দীর্ঘ শুনানী শেষে আজ সোমবার এই মামলার রায় প্রদান করেন আদালতের বিচারক।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com