1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
নারায়ণগঞ্জে আড়াইহাজারে আবারো একরাতে ৩ বাড়িতে ডাকাতি — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে আড়াইহাজারে আবারো একরাতে ৩ বাড়িতে ডাকাতি

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৮৩ বার পঠিত
নারায়ণগঞ্জে আড়াইহাজারে আবারো একরাতে ৩ বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জে আড়াইহাজারে আবারো একরাতে ৩ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে উপজেলার সালমদী নয়াপাড়া, নরেংদী ও মনোহরদী গ্রামে ডাকাতির এসব ঘটনা ঘটে।

এতে দুজন আহত হয়েছেন। লুট হয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল।

 

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও গৃহকর্তা সূত্র জানায়,

রাত আড়াইটার দিকে ১০-১৫ জনের মুখোশ পরা ডাকাত দল সালমদী নয়াপাড়া গ্রামের

বেসরকারি চাকরিজীবী রিপনের বাড়িতে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার মা সেতেরা বেগমকে

পিটিয়ে গলায় ছুরি ধরে নগদ ৩ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুটে নয়।

 

অন্যদিকে ১০-১২ জনের অন্য একটি ডাকাত দল একই রাতে ব্রাক্ষন্দী ইউনিয়নের নরেংদী গ্রামে

নুর আলম সিকদারের বাড়িতে হানা দিয়ে তার স্বজন হোসনাকে পিটিয়ে নগদ ১০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়।

পরে ডাকাত দল মনোহরদী বাজারের সংলগ্ন অটো চালক মাসকুরের বাড়িতে হানা দিয়ে নগদ ৩০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ নিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বিষয়টি খতিয়ে দেখা ও তদন্তের আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, গত রবিবার রাতেও নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

 

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com