1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
ডিএনসিসি অভিযান চালিয়ে ১৭টি মামলা করেছে — Nobanno TV
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন

ডিএনসিসি অভিযান চালিয়ে ১৭টি মামলা করেছে

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১১৮ বার পঠিত
ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রথম দিনে দশটি অঞ্চলে অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় ১৭টি মামলা করা হয়েছে।

এতে মোট ১৪ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় ছাড়াও আটকের ঘটনাও ঘটেছে।

শনিবার (০৮ জুলাই) বিকেলে এ তথ্য জানিয়েছেন ডিএনসিসি জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকাল থেকে এডিসের লার্ভা নিধন অভিযান শুরু হয়েছে।

এদিকে উত্তরের মেয়র আতিকুল ইসলাম তার ঝটিকা সফরের মাধ্যমে খোঁজ নেন মাসব্যাপী ক্রাশ প্রোগ্রামের।

অভিজাত আবাসিক এলাকা, চারপাশ সাজানো গোছানো-সুসজ্জিত অথচ মিলছে এডিসের লার্ভা।

চোখের সামনে পানি জমে থাকলেও নেই ভবন কর্তৃপক্ষের কোনো উদ্যোগ।

ডিএনসিসির মাসব্যাপী অভিযানের প্রথম দিনে এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হন নগর পিতা নিজেও।

আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তরের প্রতিটি ওয়ার্ডে একযোগে শুরু হয়েছে এ প্রোগ্রাম।

ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট এমন চিত্র মিলেছে প্রায় প্রতিটি বাসা বাড়িতে।

এক সময়ের বহুল প্রচলিত এ প্রবাদ বাক্য এখন আর সরদঘাটের সঙ্গে প্রযোজ্য না হলেও ঠিকই মিলে গেছে জাপান গার্ডেন সিটির সঙ্গে।

সারিবদ্ধ বহুতল ভবনের মাঝেই লুকিয়ে আছে মৃত্যুফাঁদ। এডিসের বংশবৃদ্ধির সহায়ক সব ক্ষেত্র।

২৩টি বহুতল ভবনের সমন্বয়ে গঠিত জাপান গার্ডেন সিটির বেশিরভাগ বাড়িতেই মিলেছে এডিসের লার্ভা।

সব বাড়ির বেইজমেন্টে গাড়ি ধোয়ায় জমে থাকা পানিতেই জন্মেছে এডিসের লার্ভা।

চোখের সামনেই এডিসের এমন প্রজণনক্ষেত্র অথচ নির্বিকার ভবন মালিক ও বাসিন্দারা।

উত্তরের মেয়র আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতি এ মুহূর্তে খুবই ভয়াবহ।

জাপান গার্ডেন সিটির ভেতরে যেন মশা চাষ হচ্ছে। এটা অবিশ্বাস্য।

জাপান গার্ডেনের ভেতরে গিয়ে তো পরিষ্কার করার দায়িত্ব আমার না।

এটা জাপান গার্ডেনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের দায়িত্ব।

অভিযোগ আছে, এডিসের প্রাদুর্ভাব ঘটা প্রতি বছরেই জাপান গার্ডেন সিটিতে পাওয়া যায় নানা অনিয়ম।

প্রতিবারই খোঁজ মেলে এডিসের লার্ভার।

সবগুলো বাড়ি মিলিয়ে ১৪ থেকে ১৫টি অ্যাসোসিয়েশন থাকলেও মশা নিধনে কারো নেই কোনো উদ্যোগ।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে,

নামে জাপান গার্ডেন সিটি কিন্তু আসলে এটি হয়ে গেছে লার্ভা গার্ডেন সিটি!

ভেতরে কোটি কোটি লার্ভা পাওয়া গেছে।

অভিযানে জাপান গার্ডেন সিটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৬ মাসের জেল হবে।

এ ছাড়া জরিমানার টাকা দিতে অস্বীকৃতি জানালে আটক করা হয় দুই জনকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com