প্রায় ৮ মাস পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চালু হয়েছে। আর প্রথম দিনেই ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (২ আগস্ট) ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি রাজধানীর যাত্রাবাড়ী গেন্ডারিয়া এলাকার মৃত তোফাজ্জল হোসেন সরদারের ছেলে আলী ওরফে মেহের আলী (৬৩)।
তিনি ফতুল্লার নন্দলালপুর মেডিকেল গলিতে সপরিবারে একটি বাসায় ভাড়া থেকে ব্যাটারিচালিত মিশুক চালাতেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম জানান, মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন।
পরে জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছেন।
উল্লেখ্য, পদ্মা রেলসংযোগ প্রকল্পের কাজের স্বার্থে গত বছরের ৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।
প্রায় ৮ মাস পর মঙ্গলবার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হয়।
আরও পড়ুন :