1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
জয়পুরহাটে পার্কে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ২ — Nobanno TV
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০১:২৫ পূর্বাহ্ন

জয়পুরহাটে পার্কে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১২০ বার পঠিত
জয়পুরহাটে

জয়পুরহাটে পাঁচবিবিত দেখা করার কথা বলে পার্কে ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পাওযা গেছে। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

ঘটনার পাঁচদিন পর রবিবার সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে আজ সোমবার সকালে বগুড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের পাঞ্চাব হোসেনের ছেলে বায়জিদ,

নওগাঁর বদলগাছি উপজেলার দূর্গাপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে হাসনাইন হোসেন তমাল (২০)।

জয়পুরহাটে র‌্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, তমালের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সর্ম্পক ছিলো।

প্রেমের সম্পর্কের জেরে গত ২ আগস্ট বিকেলে তমাল ওই কিশোরীর দেখা করার কথা বলে পাঁচবিবি পৌরশহরের একটি পার্কে আসতে বলেন। ওই কিশোরী দেখা করতে এলে ধর্ষণের শিকার হন।

থানায় ধর্ষণ মামলা হলে ৮ ঘন্টা পর তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি।

আরও পড়ুন :

 

নবান্ন টিভি

 

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com