1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
জয়পুরহাটে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা — Nobanno TV
শনিবার, ২২ মার্চ ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

জয়পুরহাটে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৬৫ বার পঠিত
জয়পুরহাটে

জয়পুরহাটে রিতা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৪ জুলাই) দুপুরে পৌর শহরের আমতলী এলাকায় ভাড়া বাসা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রিতা আক্তার জয়পুরহাটে  কালাই উপজেলার ঘাটুরিয়া গ্রামের মেহেদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়,

নিহত রিতার স্বামী ঢাকায় চাকরি করতেন। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে তিনি জয়পুরহাট শহরের আমতলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

সকালে তার সন্তানরা স্কুলে যায়। পরে তার ৬ বছরের ছেলে বাড়িতে এসে দেখে খাটের উপর তার মায়ের মরদেহ পড়ে আছে।

এ সময় তার চিৎকারে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান,

কারা, কী কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তের পরই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মাচন করবে পুলিশ। হত্যা রহস্য উদঘাটনে বিভিন্ন তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে।

ঘটনাস্থলে সিআইডি, ডিবিসহ পুলিশের বিভিন্ন টিম কাজ করেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন :

এনএএন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com