1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
চট্টগ্রামে আপন ছোট ভাই হাতে বড় ভাই খুন — Nobanno TV
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে আপন ছোট ভাই হাতে বড় ভাই খুন

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১১৬ বার পঠিত

চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় মোহাম্মদ মুছা (৫৫) নামে এক ব‍্যক্তি খুন হওয়ার ঘটনা ঘটেছে। খুনি হলেন নিহতের আপন ছোট ভাই আব্দুল বায়েজ।

জানা যায়, পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিন শুক্রবার ( ৩০ জুন ) বেলা সাড়ে ১১টার দিকে

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা ছগির পাড়া এলাকায় টাকা লেনদেনের বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

এক পর্যায়ে ছোট ভাই আব্দুল বায়েজ বড় ভাই মুছাকে ছুরিকাঘাত করে মোটর সাইকেলযোগে পালিয়ে যায়।

পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড় ভাই মুছাকে মৃত ঘোষণা করেন।

উভয়েই ওই এলাকার মৃত আবদুল ওয়ারেছের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,

খবর পেয়ে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্র মরদেহ উদ্ধার করে।

পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com