1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
চকরিয়ায় ধর্ষণ মামলার আসামী প্রেমিককে পালিয়ে বিয়ে প্রেমিকার — Nobanno TV
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ পূর্বাহ্ন

চকরিয়ায় ধর্ষণ মামলার আসামী প্রেমিককে পালিয়ে বিয়ে প্রেমিকার

রিয়াদ উদ্দিন
  • আপডেট সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৩৬৩ বার পঠিত
চকরিয়ায়

কক্সবাজারের চকরিয়ায় ধর্ষণ মামলার আসামী প্রেমিককে পালিয়ে বিয়ে করেছেন প্রেমিকা।

কাজীর কাছে বিয়ে পড়ানোর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবুনিয়া এলাকায়।

জানা যায়,

ডুলাহাজারা কলেজ এর দ্বিতীয় বর্ষের ছাত্রী কলেজে যাওয়ার পথে উলুবুনিয়া এলাকার

শওকত ওসমানের ছেলে শাহরিয়ার মো. হৃদয় ও তার বন্ধু রিয়াজ উদ্দিন মিলে জোরপূর্বক অপহরণ করে সাফারী পার্কের পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে।

এবং মোবাইলে ভিডিও ধারণ করে। এ ঘটনাটি বাড়িতে গিয়ে মা-বাবাকে জানায়। পরে তারা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।

এ ঘটনায় গত ১৪ জুলাই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় একটি অপরহণ ও ধর্ষণ মামলা করে। ওই মামলায় তিনজনকে আসামী করা হয়।

পুলিশ ১ নম্বর আসামীকে গ্রেফতার করে। মামলার ৮দিন পর ওই ছাত্রীর প্রেমিক ধর্ষণ মামলার আসামী রিয়াজ উদ্দিনের সাথে পালিয়ে বিয়ে করেন।

এ ধরনের একটি ভিড়িও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাদের দাবী রিয়াজ উদ্দিনের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল।

পালিয়ে বিয়ে করার বিষয়টি জানার পর ভিকটিমের পিতা চকরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহামুদ বলেন, দুইজনকে উদ্ধার করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com