উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘হামুন’ আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে এটি বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে।
এ অবস্থায় ঘূর্ণিঝড় হামুনের কারণে দুর্ঘটনা এড়াতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
এদিকে মঙ্গলবার বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় হামুনের সর্বশেষ তথ্য নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আবহাওয়া অধিদফতরের পরিচালক আজিজুর রহমান।
তিনি জানান, বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
এটি বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে দুপুর নাগাদ ভোলার কাছ দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে।
তিনি আরও জানান, মঙ্গলবার রাত ১০টা নাগাদ স্থলভাগে আঘাত হানতে পারে হামুন। ঘূর্ণিঝড়ের কেন্দ্র মধ্য রাতে স্থলভাগ অতিক্রম করবে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের কারণে পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
এ অবস্থায় প্রবল ঘূর্ণিঝড় হামুনের ক্ষতি থেকে বাঁচাতে দেশের ১০টি জেলাকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।
প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, এসব অঞ্চলের লোকজনকে মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮টার মধ্যে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এক্ষেত্রে অন্তত ১৫ লাখ লোককে নেয়ার টার্গেট করা হয়েছে।
আরও পড়ুন: