চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের, জিনারপুর গ্রামের ইকরা ক্বাওমী মডেল মাদ্রাসায় সাপের কামড়ে দুই জনের মৃত্যুর হয়েছে।
সোমবার(০৭ আগষ্ট) রাত আনুমানিক আড়াই টার দিকে (০১)মোঃ রাসেদুল ইসলাম (৩৫) সাং কাশি দাঁড়া থানাঃ পোরশা জেলাঃ নওগাঁ।
(০২)মোঃ জোবায়ের হোসেন(২৮) পিতাঃ মৃত আমজাদ হোসেন সাং বিষুপাড়া থানাঃ বাগমারা জেলাঃ রাজশাহী।
মৃত্যু দুই ব্যক্তি ইকরা কাওমী মডেল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
এলাকায়বাসী ও পুলিশ সূত্রে জানা যায় তারা নিজ ঘরে শুয়ে থাকা অবস্থায় আনুমানিক রাত আড়াইটার দিকে সাপে কামড় দেয়।
তার সহকর্মীরা প্রথমে গ্রামের ওঝার কাছে নিয়ে গিয়ে সাপের বিষ নামানোর চেষ্টা করেন এবং অবস্থার উন্নতি না হলে,
তাদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়ার পথে মোঃ রাসেদুল ইসলাম (৩৫) মৃত্যুবরণ করেন।
এবং মোঃ জোবায়ের (২৮)কে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফাড করেন।
রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল এগারোটা সময় তিন মৃত্যুবরণ করেন।
গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) ওসি মাহবুবুর রহমান জানান এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
আরও পড়ুন :