1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
গোমস্তাপুরে সংগ্রাম ও লড়াইয়ের প্রেরণাদাত্রী বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন — Nobanno TV
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন

গোমস্তাপুরে সংগ্রাম ও লড়াইয়ের প্রেরণাদাত্রী বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৮৪ বার পঠিত
সংগ্রাম

বঙ্গবন্ধু নেতৃত্বে বাঙালি জাতির দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তার শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা লাভ। বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধুর এই আজীবন লড়াই – সংগ্রাম – আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী ছিলেন তার সহধর্মিনী ফজিলাতুন্নেছা মুজিব।

১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

বঙ্গবন্ধু সহধর্মিনী হিসেবে দীর্ঘকাল তাঁর পাশে থেকে মানবকল্যাণ ও রাজনীতির যে শিক্ষা তিনি লাভ করেছেন, তাতে তিনি একজন বিদুষী প্রজ্ঞাবান মানুষে রূপান্তরিত হয়েছিলেন।

বঙ্গবন্ধু সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মত অনুসরণ করে তার প্রতিটা রাজনৈতিক কর্মকাণ্ডে অফুরান প্রেরণার উৎস হয়েছিলেন বেগম মুজিব।

“সংগ্রাম – স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা ” এ প্রতিপাদকের সামনে রেখে মঙ্গলবার ৮ আগস্ট ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ, অনলাইনে টাকা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী,

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, গোমস্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরী কর্মকর্তাবৃন্দ,

সুধীজন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক , সাংবাদিক সহ নারী উদ্যোক্তারা।

আলোচনা শেষে অসহায় ও দুস্থ ৮ জন নারীর মাঝে সেলাই মেশিন

এবং ৮ জনকে অনলাইনে ২ হাজার টাকা করে প্রদান করা হয়।

এছাড়াও তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়) এর ব্যবস্থাপনায় বঙ্গমাতার জীবনীর উপর ডকুমেন্টারি প্রদর্শন ও দোয়া করা হয়।

 

আরও পড়ুন:

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com