1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
গাজীপুরে টঙ্গীতে চলন্ত ট্রেনে ডাকাতি, আটক ৯ — Nobanno TV
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন

গাজীপুরে টঙ্গীতে চলন্ত ট্রেনে ডাকাতি, আটক ৯

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৫৫ বার পঠিত
গাজীপুরে টঙ্গীতে চলন্ত ট্রেনে ডাকাতি, আটক ৯

গাজীপুরে টঙ্গীতে চলন্ত ট্রেনে ডাকাতির ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস।

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে টঙ্গী রেল স্টেশনে কর্ণফুলী কমিউটার ট্রেনে চলন্ত ট্রেনে ঢিল ছুঁড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বেশ কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি টঙ্গী স্টেশনে প্রবেশ করার সময় গতি কমে যায়।

ঠিক সে সময় হঠাৎ ট্রেনটি লক্ষ্য করে বাহির থেকে পাথর ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এসময় আতঙ্কিত যাত্রীরা আত্মরক্ষার্থে ছোটাছুটি শুরু করেন, কেউ কেউ ট্রেনের মেঝেতে শুয়ে পড়েন।

এতে বেশ কয়েকজন আহতও হন। পরে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে কয়েকজনের মোবাইল ফোন নিয়ে নেয়।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস বলেন,

কমিউটার ট্রেনে চলন্ত ট্রেনে ঢিল ছুঁড়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কয়েকটি মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনায় ৯ সদস্যকে আটক করেছি।

তিনি বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com