গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জামালপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে মেহেদী হাসান নিখোঁজ হয়েছে।
এব্যাপারে পিতা-আনারুল ইসলাম পলাশবাড়ী থানায় ডায়েরি করেন।
জানাযায় যায়, নিখোঁজ হওয়া মেহেদী হাসান পলাশবাড়ী পৌরসভার বিভিন্ন চায়ের দোকানে কাজ করতো।
এরই ধারাবাহিকতায় একই গ্রামের জনৈক লেবু মিয়ার পলাশবাড়ী চৌমাথায় অবস্থিত রুটির দোকানে গত ৩/৪ দিন পূর্ব হতে কাজ শুরু করে।
প্রতিদিনের ন্যায় মেহেদী হাসান গত ২০ জুলাই সকাল অনুমান ৯টার সময় উক্ত রুটির দোকানে যাওয়ার কথা বলে বাড়ী হতে বেড়িয়ে যায়।
মেহেদী হাসান রুটির দোকানে না যাওয়ায় সংবাদ পেয়ে পরিবারের লোকজন দ্রুত রুটির দোকানে এসে বিষয়টি নিশ্চিত করেন।
পরিবারের লোকজন ও দোকান মালিক লেবু মিয়াসহ আশপাশের দোকানদারদের জিজ্ঞাসা করলে মেহেদী হাসানকে দেখেনি বলে জানায়।
পরবর্তীতে পরিবারের লোকজন পলাশবাড়ী সদরসহ বিভিন্ন জায়গায় ও আত্মীয়-স্বজনদের বাড়ীতে খোঁজাখুজি করে
কোন সন্ধান না পেয়ে ২৫ জুলাই মেহেদী হাসানের পিতা আনারুল ইসলাম পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরী করেন যার ডায়েরী নং- ১১৯৪।
পরিবারের লোকজন জানান, মেহেদী হাসানের উচ্চতা-০৪ ফুট ০৩ ইঞ্চি, গায়ের রং- উজ্জ্বল শ্যামলা,
মুখ মণ্ডল-গোল আকৃতির নিখোঁজ হওয়ার সময় পড়নে লাল কালো চেক গেঞ্জি ও নীল রংয়ের জিন্স প্যান্ট, পায়ে লাল রংয়ের স্যান্ডেল ছিল।
মেহেদী হাসানের সন্ধান পাওয়া গেলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন আনারুল ইসলাম গ্রামঃ জামালপুর পলাশবাড়ী, গাইবান্ধা।
মুঠোফোন 01767-513803 অথবা 01831-811035
আরও পড়ুন :