কুড়িগ্রাম জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির আওতায় সাইট সেভার্স এর সহযোগিতায় এবং মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের বাস্তবায়নে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। নারীর সম অধিকার, সমসুযোগ , এগিয়ে নিতে হোক বিনিয়োগ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর প্রাঙ্গণে কাশেম ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আগত ২১০ জন চক্ষু রোগীর বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে ৯৫ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় । ৮৫ জন চক্ষু রোগীর মাঝে বিনামূল্যে চশমা বিতরণ এবং ১৮ জন চক্ষু রোগীর বিনামূল্যে ছানী অপারেশন ও দুইজন চক্ষু রোগীর বিনামূল্যে নালী অপারেশন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ জেবুন নেছা , মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুরের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নাজমুল হাসান সিদ্দিক, প্রোগ্রাম কো অর্ডিনেটর হাসিমুল হাসান , অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর অরবিন্দু রায়, সিনিয়র রিফ্রাকশনিস্ট প্রহেলিকা, সিনিয়র অর্গানাইজার এনামুল হক ও প্যাথলজিস্ট আরিফ প্রমুখ।
নবান্ন টিভি/ রফিকুল ইসলাম