ওমান থেকে দেশে ফিরে বাড়ির পথে রওনা দিতেই অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সব হারিয়েছেন জসিম উদ্দিন নামের এক প্রবাসি। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
ওই এলাকায় সড়কের এক পাশে পড়ে থাকা অবস্থায় যাত্রাবাড়ি পুলিশ সদস্যরা তাকে দেখতে পান।
এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করানোর পর পরিবারের কাছে সংবাদ দেয়া হয়।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মো. শাহিন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,
যাত্রাবাড়ী থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে পাকস্থলী ওয়াশ করে ভর্তি করা হয়। এরপর জসিম উদ্দিন একটু সুস্থ হলে তার কাছ থেকে ঠিকানা জেনে পরিবারে সংবাদ দেয়া হয়। এখন তিনি পরিবারের জিম্মায় আছেন।
তিনি আরও বলেন, তিনি এক মাস আগে ওমান গিয়েছিলেন।
বুধবার ঢাকা নেমে পরিবারের কাছে যাওয়ার সময়ই এ দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগী জসিম কুমিল্লার দাউদকান্দি থানার রওশন মিয়ার সন্তান।
তার কাছে থাকা লাগেজসহ সবকিছুই অজ্ঞানপার্টির সদস্যরা নিয়ে যায়।
আরও পড়ুন :