টাঙ্গাইলের যমুনা নদীর উপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর পিলারে ধাক্কা দিয়ে বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনার একদিন পার হলেও এখনো উদ্ধার অভিযান শুরু হয়নি।
সোমবার (১৭ জুলাই) দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো উদ্ধার অভিযানের খবর পাওয়া যায়নি।
এ আগে রোববার (১৬ জুলাই) বিকেলে যমুনার নির্মাণাধীন রেলসেতুর ৬নং পিলার ধাক্কা দিয়ে ওই বাল্কহেডটি ডুবে যায়।
তবে সাঁতরে ছয়জন তীরে উঠে প্রাণ বাঁচিয়েছেন।
প্রত্যাক্ষদর্শীরা জানান,
রোববার বিকেলে সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল বালুবাহী ওই বাল্কহেডটি।
যমুনার নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর ৬নং পিলারের কাছে পৌঁছালে বাল্কহেডটি সেতুর পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লেগে পানিতে তলিয়ে যায়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল জানান,
একটি বাল্কহেড বালু নিয়ে যাওয়ার সময় স্রোতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রেলসেতুর ৬ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায়।
বাল্কহেডটি বঙ্গবন্ধু সেতুর ৭ নম্বর পিলারের কাছে ডুবে যায়।
এ সময় বাল্কহেডে থাকা ছয়জন সাঁতে পাড়ে চলে আসেন।
তবে ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধার অভিযান এখনও শুরু হয়নি।
আরও পড়ুন :