ঈদকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। তাই নির্বিঘ্নে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করছেন যাত্রীরা।
সোমবার (২৬ জুন) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, শিমরাইল মোড়, কাঁচপুর ও মদনপুর ঘুরে দেখা গেছে, অনেক স্থান ফাঁকা।
যানবাহন চলাচল তুলনামূলকভাবে অনেক কম। হাইওয়ে পুলিশের প্রত্যাশা, এবার ভোগান্তি ছাড়াই ফিরতে পারবে মানুষজন।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ নেই।
তবে মহাসড়কে বেড়েছে যাত্রী পরিবহনবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপ ভ্যানের সংখ্যা।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে থানার ওসি (টিআই) মো. ইব্রাহিম জানান,
মানুষের ঈদযাত্রা ভোগান্তিবিহীন ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে৷
তিনি আরও জানান,
ঈদ উপলক্ষে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ এখনও দেখা যায়নি।
মহাসড়কে দুর্ঘটনারোধ করতে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান নির্দেশে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন :