1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
২৫ বছর পূর্তি উপলক্ষে ৪ দিনব্যাপী শাবিপ্রবিতে রজতজয়ন্তী উৎসব — Nobanno TV
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন

২৫ বছর পূর্তি উপলক্ষে ৪ দিনব্যাপী শাবিপ্রবিতে রজতজয়ন্তী উৎসব

নবান্ন
  • আপডেট সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১০৪ বার পঠিত
রজতজয়ন্তী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নাট্য বিষয়ক সংগঠন ‘থিয়েটার সাস্ট’ এর ২৫ বছর পূর্তি উপলক্ষে ৪ দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব পালন করার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

মেহেদি হাসান মিঠু জানান, পঁচিশেও অনির্বাণ, নাটকের জয়গান’ স্লোগানকে সামনে রেখে আগামী ২৭ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ৪ দিনব্যাপী ‘থিয়েটার সাস্ট’ তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘রজতজয়ন্তী উৎসব’ আয়োজন করতে যাচ্ছে।

তিনি জানান,

২৭ জুলাই বেলা ১২টায় ক্যাম্পাসের গোল চত্বরে কেক কাটা এবং আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হবে।

একই দিনে সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘থিয়েটার সাস্ট’ এর মৌলিক প্রযোজনায় নাটক প্রদর্শিত হবে।

উৎসবের দ্বিতীয় দিন ২৮ জুলাই ‘থিয়েটার সাস্ট’ এর প্রতিষ্ঠাতা সদস্যদের উপস্থিতিতে সব প্রাক্তন ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে বিশেষ পুনর্মিলনী অনুষ্ঠান, ‘থিয়েটার সাস্ট’ এর এলামনাই ঘোষণা এবং আনন্দযোগ।

তৃতীয় দিন ২৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আমন্ত্রিত অতিথি হিসেবে ‘কহে ফেসবুক’ নাটকটি মঞ্চস্থ করবেন দেশের প্রখ্যাত ‘আরণ্যক নাট্যদল’।

উৎসবের চতুর্থ এবং শেষদিন ৩০ জুলাই সন্ধ্যায় নাট্যদল ‘মণিপুরী থিয়েটার’ ও ‘হৃদমঞ্চ’র যৌথ প্রযোজনার নাটক ‘হ্যাপি ডেইজ’ মঞ্চস্থ করা হবে।

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com