সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে সব লেকের চলমান ভরাট কার্যক্রম বন্ধ করাসহ ১৩ দাবি নিয়ে উপাচার্য কার্যালয়ে অবস্থান নিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার সন্ধ্যায় শিক্ষার্থীরা উপাচার্য কার্যালয়ে জড়ো হয়ে রাত ৮টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন। পরে প্রশাসন ভবনের কনফারেন্স রুমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তবে দুপক্ষের মধ্যে বিষয়টি অমীমাংসিত থেকেই আলোচনা শেষ হয়।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা উল্লেখ করে
একটি স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। স্মারকলিপিতে শিক্ষার্থীরা সব অনুষদের প্রতি সেমিস্টারে জিপিএ৩-এর নিচে প্রাপ্ত সব কোর্সের জন্য ইম্প্রুভমেন্ট সিস্টেম চালু,
প্রতি সেমিস্টারে তিনটি কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী সেমিস্টারে ভর্তির ব্যবস্থা, সব হলে ও ক্লাসরুমে সুপেয় পানির ব্যবস্থাসহ ১৩ দফা দাবি জানান তারা।
আরও পড়ুন :