এসএসসি ও সমমান পরীক্ষায় মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা কমে যাচ্ছে। বিষয়টিকে নিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে ভাবতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ছেলের সংখ্যা কমে যাচ্ছে। এরা কি স্কুলে যাচ্ছে না? আমার মনে হয়, শিক্ষা মন্ত্রণালয়কে তা ভালোভাবে দেখা দরকার।
সকালে (শুক্রবার, ২৮ জুলাই) গণভবনে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় ফলাফল দেখে প্রধানমন্ত্রী ছাত্রদের নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন,
২০২৩ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনের ২০ লাখ ৭৮ হাজার ২১৬ পরীক্ষার্থী ছিল।
এর মধ্যে ছাত্রের সংখ্যা হচ্ছে ১০ লাখ ২৪ হাজার ৯৮০ জন, যা মোট পরীক্ষার্থীর ৪৯.৩২ শতাংশ।
অন্যদিকে ছাত্রীর সংখ্যা হচ্ছে ১০ লাখ ৫৩ হাজার ২৪৬ জন, যা মোট পরীক্ষার্থীর ৫০.৬৮ শতাংশ।
ছেলের সংখ্যা কেন কমে যাচ্ছে, একটু ভেবে দেখা দরকার। এরা কি স্কুলে যাচ্ছে না? পরীক্ষায় ছাত্রদের সংখ্যা কেন কমে গেল?
আমার মনে হয়, শিক্ষা মন্ত্রণালয়কে তা ভালোভাবে দেখা দরকার।
এখন ঘরে বসেই পরীক্ষার ফলাফল পাওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শেখ হাসিনা।
তিনি বলেন,
সবই এখন ডিজিটাল করা হয়েছে। শিক্ষার্থীদের স্কুলে গিয়ে খবর নিতে হয় না; ঘরে বসেই ফলাফল পাওয়া যায়।
এ সময় পরীক্ষায় যারা ভালো ফল করেছে, তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। আর অকৃতকার্যদের ভেঙে না পড়তেও অনুরোধ করেন তিনি।
তিনি বলেন, ‘যারা কৃতকার্য হতে পারেনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। আগামীতে পাস করতে প্রস্তুতি নিতে হবে।’
আর প্রধানমন্ত্রী অভিভাবকদের উদ্দেশে বলেন,
ছেলে-মেয়েদের প্রতি বিশেষভাবে নজর দিতে। কারণ, সম্পদের মধ্যে একটাই, যা হলো শিক্ষা, যেটা কেউ কখনও কেড়ে নিতে পারে না। জীবনে যেটা সবসময় প্রয়োজন।
আরও পড়ুন