শুক্রবার (২৮ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।
ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, এ বছর ২০ লাখ ৭৮ হাজার ২১৬ জন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে।
তাদের মধ্যে ৪৯ দশমিক ৩২ শতাংশ ছাত্র ও ৫০ দশমিক ৬৮ শতাংশ ছাত্রী।
এ বছর ঢাকা শিক্ষাবোর্ডে পাশের হার ৭৭.৫৫ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাশের হার ৭৮.৪২ শতাংশ,
বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার ৯০.১১ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৫.৪৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৮.২৯ শতাংশ,
রাজশাহী বোর্ডে ৮৭.৮৯ শতাংশ, যশোর বোর্ডে ৮৬.১৭ শতাং, সিলেট বোর্ডে ৮৬.০৬ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৭৪.৭০ শতাংশ,
কারিগরি বোর্ডে ৮৬.৩৫ শতাংশ। মোট পাশের হার ৮০.৩৯ শতাংশ।
অনলাইন ও মোবাইল থেকে এসএমএস করে ফলাফল জানা যাবে।
ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রেজাল্ট শিট ডাউনলোডের ক্ষেত্রে www.dhakaeducationboard.gov.bd থেকে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
আর www.educationboardresults.gov.bd -তে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।
এ ছাড়া এসএসসি ও বোর্ডের নামের প্রথম তিন অক্ষর টাইপ করে রোল ও পাশের বছর দিয়ে ১৬২২২ নম্বরে এসএমএস করেও ফলাফল পাওয়া যাবে।
এবছর ৩০ এপ্রিল এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ২৫ মে পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় মোখার কারণে কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের ১৪ মে’র পরীক্ষা এবং সব বোর্ডের ১৫ মে’র পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে ১৪ মে’র পরীক্ষা ২৭ মে এবং ১৫ মে’র পরীক্ষা ২৮ মে অনুষ্ঠিত হয়।