আগামী সোমবার (৩১ জুলাই) বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ পালন করবে বিএনপি।
শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আমরা আগামীকাল রোববার (৩০ জুলাই) কর্মসূচি ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।
কিন্তু জানতে পেরেছি আগামীকাল আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদের মতো একইদিনে কর্মসূচি ঘোষণা দিয়ে সংঘাত চাই না।
যার কারণে ৩১ জুলাই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছি।
এদিকে আজ সকালে রাজধানীর প্রবেশমুখগুলোয় বিএনপির ডাকা দিনভর অবস্থান কর্মসূচিতে বিভিন্ন এলাকায় কয়েক দফার সংঘর্ষে পুলিশ যুগ্ম কমিশনারসহ ২০ পুলিশ সদস্য আহত হয়েছে।
আর সংঘর্ষের এ ঘটনায় দলটির ৯০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার সকালে বিএনপির নেতাকর্মীরা শনিআখড়া-রায়েরবাগ ও মাতুয়াইল এলাকায় অবস্থান নেয়।
পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলেই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।
সরেজমিন দেখা যায়, বিএনপির কর্মসূচি ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন।
সড়কের একপাশে পুলিশের এপিসি গাড়ি, জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়েছে। পুলিশ সদস্যদের কয়েকজনকে এ সময় রাস্তায় অবস্থান করতেও দেখা যায়।
আরও পড়ুন :