আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ২৮ তারিখ তো চলে গেছে। এখন ২৯ তারিখ। আমরা তো এখনো আছি। বিএনপি কোথায়? তারা আবারো ষড়যন্ত্রে।
রোববার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
কাদের বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার লক্ষ্যে চিরাচরিত নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে বিএনপি-জামায়াত। গণতন্ত্রে বিশ্বাসী নয় বিএনপি, সেজন্য সুষ্ঠু পরিবেশ নষ্ট করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি ঐতিহ্যগতভাবে সন্ত্রাসী দল। কানাডার আদালত অন্তত ৬ বার দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে।
তিনি বলেন, সংসদ নির্বাচন ভণ্ডুল করতে আবারো ধ্বংসাত্মক কর্মকাণ্ড বেছে নিয়েছে বিএনপি।
রাষ্ট্রব্যবস্থাকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে। যেকোনো উপায়ে ক্ষমতা দখলের ষড়যন্ত্রে মেতে উঠেছে।
ওবায়দুল কাদের বলেন, তাদের শত উসকানির পরও বাংলাদেশ আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে স্মরণকালের সর্ববৃহৎ শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে।
আসার পথে আমাদের কর্মীরাও রেহাই পায়নি, আক্রান্ত হয়েছে, রমনায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করেছে।
স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলমকে নৃশংসভাবে হত্যা করেছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে।
বিএনপিকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র পরিহার ও গণতান্ত্রিক ধারায় ফিরে আসার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন :