নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাড়িবাড়ি গিয়ে বিএনপি নেতাকর্মীদের খুঁজে যাকে বিএনপি মনে হচ্ছে তাকেই কোপাচ্ছে, পেটাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এর মধ্যে বাবু নামে এক মোবাইল দোকানদারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী বাবু জানান, আমি বাসার নিচে পরিষ্কার করছিলাম হঠাৎ দেখলাম একটি মিছিল এল বিএনপি ধর স্লোগানে।
এর মাঝেই আমার বাড়িতে ঢুকে আমাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
এর আগে ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা তানজীম কবির সবুজের নেতৃত্বে একটি মিছিল হাটে লাঠি, দা হাতে মহড়া দেয়। তাদের মিছিল থেকেই এ হামলা হতে দেখা যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, আমরা জেনেছি, অবশ্যই এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন :