বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আগামীকাল শুক্রবার রাজধানীতে সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দলের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার বায়তুল মোকাররম জাতীয় উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিল দলটি।
এ লক্ষ্যে গত ২৫ জুলাই জামায়াতের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দিয়েছিল।
চিঠিতে তারা মঙ্গলবার ১ আগস্ট সমাবেশের অনুমতি চেয়েছিলো।
কিন্তু সেই অনুমতি না পাওয়ায় সমাবেশের তারিখ পিছিয়ে ৪ আগস্ট নতুন তারিখ ঘোষণা করে দলটি।
জামায়াতের পক্ষ থেকে বলা হয়,
আমরা সংঘাত-সংঘর্ষ চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সংঘাত এড়ানোর লক্ষ্যে আমরা আজকের কর্মসূচি স্থগিত করে আগামী ৪ আগস্ট শুক্রবার রাজধানীতে পুনরায় শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি।
এর আগে, গত ২৪ জুলাই জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে ১ আগস্ট দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আলেম-ওলামা ও জামায়াত আমিরের মুক্তি এবং সরকারের পদত্যাগ দাবিতে এ বিক্ষোভ কর্মসূচির জন্য তারা ব্যাপক প্রস্তুতি নেয় বলেও জানা যায়।
আরও পড়ুন :