1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি — Nobanno TV
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি

নবান্ন
  • আপডেট সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

এক দফা দাবিতে ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ।

বুধবার (১২ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় সরেজমিনে গিয়ে এমনই চিত্র দেখা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর থেকেই দূরপাল্লা বাস থেকে শুরু করে সন্দেহভাজন বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে।

এছাড়া যাত্রীদের ব্যাগ এবং ব্যক্তিগত গাড়ির ভেতর ও পেছনের ব্যাকডালাও তল্লাশি করা হচ্ছে।

তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

চিটাগাংরোড রোড থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে নীলাচল বাসে উঠেছেন আবুল হোসেন।

তিনি বলেন, মৌচাক আসা মাত্রই পুলিশ বাস থামিয়ে আমাকে এবং আমার ব্যাগ তল্লাশি করেছে।

তাদের কাজ তারা করেছে, এখানে আমাদের তো আর কিছু করার নেই।

রফিকুল ইসলাম নামের সোহাগ পরিবহনের এক যাত্রী বলেন, পুলিশ অন্য গাড়ির মতো আমাদের গাড়িও থামিয়ে চেক করেছে।

তবে চেক করা শেষেই আমাদের ছেড়ে দিয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন,

চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা আমাদের রুটিনমাফিক কাজ।

তবে আজ বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যেন কোনো নাশকতা না হয়, এজন্য পুলিশ সতর্ক অবস্থানে আছে ৷

এছাড়া কোনো যানবাহনে বিস্ফোরক দ্রব্য বহন করা হচ্ছে কি-না সেটাও দেখা হচ্ছে৷

ওসি আরও বলেন, পাশাপাশি সড়কে যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেটা দেখা হচ্ছে। পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত আমাদের এ তল্লাশি কার্যক্রম চলবে।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com