সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চট্টগ্রামে শ্রমিক দলের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে।
রোববার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে নগরের কাজীর দেউরী নাসিমন ভবনের সামনে শুরু হওয়া সমাবেশে বক্তব্য রাখছেন
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। এতে মহানগরসহ আশপাশের বিভিন্ন জেলা আসা নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দিয়েছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে
বক্তব্য রাখার কথা রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এদিকে সমাবেশ উপলক্ষ্যে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সমাবেশস্থলের আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
একইসঙ্গে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা অবস্থান করছেন।
আরও পড়ুন :