পুরান ঢাকার ধোলাইখাল মোড়ে পুলিশের ওপর হামলা মামলায় বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদকে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া অপর চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু এ আদেশ দেন।
রিমান্ডভুক্তরা হলেন-কেরাণীগঞ্জের জিনজিরা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, বিএনপি কর্মী কবির, সোহাগ গাজী ও মো. রিয়াজ উদ্দিন রাজু।
এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য সবার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তারা।
অন্যদিকে আসামির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু সালামের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অন্যদিকে বাকি চার আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার (২৯ জুলাই) রাজধানীর ধোলাইখাল এলাকায় বিএনপি’র নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে।
এ ঘটনায় সূত্রাপুর থানার এসআই নাসির উদ্দিন হাওলাদার বাদী হয়ে একটি মামলা করেন।
মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ ২৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।
আরও পড়ুন :