আন্দোলনের নামে বিএনপি-জামায়াত আবারও আঘাত করলে পাল্টা আঘাত করে তাদের জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
শুক্রবার (০৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইর পৌর কবরস্থান মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।
শামীম ওসমান বলেন, পবিত্র আশুরার মতো একটি অসীম বরকতময় দিনে বিএনপি-জামায়াত রাজনৈতিক কর্মসূচি দিয়ে জ্বালাও পোড়াও করে যে সহিংসতা করেছে এটা মানুষের কাজ নয়।
শয়তানের প্ররোচনায় এ ধরনের কাজ হয়ে থাকে। ভবিষ্যতে তারা আমাদের ওপর আঘাত করলে আমরাও পাল্টা আঘাত করবো।
তবে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণই তাদের সমুচিত জবাব দেবে বলে মন্তব্য করেন সংসদ সদস্য শামীম ওসমান।
এর আগে নিজের অসুস্থ মেজো ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের শারীরিক সুস্থতার জন্য মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন সংসদ সদস্য শামীম ওসমান।
মাহফিল শেষে কবরস্থানে গিয়ে বাবা-মা ও বড় ভাই প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের কবর জিয়ারত করেন তিনি।
পরে অসুস্থ ভাই সেলিম ওসমানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান শামীম ওসমান।
আরও পড়ুন :