ঢাকায় বিএনপির শুক্রবারের মহাসমাবেশের বিষয়টি অবহিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে চিঠি দিয়েছে দলটি।
বুধবার (২৬ জুলাই) রাত পৌনে এগারটার দিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়, রাজধানীর নয়াপল্টনের সামনের সড়ক কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন দুপুর ২টায় মহাসমাবেশ হবে। এ কর্মসূচির বিষয়টি অবহিত করা হলো।
এর আগে রাত ৯টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক ব্রিফিংয়ে জানান, তাদের দলের মহাসমাবেশটি বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবারে নেওয়া হলো।
তিনি আরও বলেন, ছুটির দিনে সরকার বাধা দেবে না এটা আমরা প্রত্যাশা করছি। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও শান্তিপূর্ণভাবে সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানাচ্ছি।
এর আগে নয়াপল্টন কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার (২৭ জুলাই) মহাসমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছিল বিএনপি।
কিন্তু পুলিশ তাদেরকে (বিএনপি) গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন