1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
 নির্বাচন কমিশনকে সাতদিনের সময় দিলাম : নুরুল হক — Nobanno TV
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন

 নির্বাচন কমিশনকে সাতদিনের সময় দিলাম : নুরুল হক

নবান্ন
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৫৩ বার পঠিত
 নির্বাচন কমিশনকে সাতদিনের সময় দিলাম : নুরুল হক

নির্বাচন কমিশনকে সাতদিনের সময় দিলাম। এ সময়ের মধ্যে ইসি যদি গণঅধিকার পরিষদের নিবন্ধন নিয়ে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করে তাহলে ফাইনাল খেলা হবে , বলেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর ।

মঙ্গলবার ২৫ জুলাই দুপুরে বাংলামোটরে পুলিশি বাধায় নুরের দলের ইসি অভিমুখে পদযাত্রা শেষ হবার পর তিনি এসব কথা বলেন।

এরআগে পুলিশি বাধায় বাংলামোটর মোড়ে শেষ হয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে পদযাত্রা।

দুপুর ২টা ২০ মিনিটে পদযাত্রা শেষ করেন দলটির নেতাকর্মীরা। এরআগে বাংলামোটরে দলটির নেতাকর্মীরা এক ঘণ্টা অবস্থান নেয়।

এসময় সেখানে আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নুরুল হক নুর বলেন,

গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিতে হবে। দলের কার্যালয় খুলে দিতে হবে আগামী সাতদিনের মধ্যে। না হলে আমরা নতুন কর্মসূচি দেব।

আগামী ২ মাসের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে উল্লেখ করে নুর বলেন,

প্রাথমিকভাবে বিরোধী দলগুলো শান্তিপূর্ণ কর্মসূচি দেবে। পুলিশ যদি কর্মসূচিতে বাধা দেয়, হামলা করে তাহলে নেতাকর্মীরাও যা করার তাই করবেন।

গণঅধিকার পরিষদের নতুন কার্যালয় কেনার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে নুর বলেন,

এরইমধ্যে কার্যালয় কেনার জন্য ৭৩ লাখ টাকার দেওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। আমরা এক থেকে দেড় কোটি টাকা ব্যয়ে নতুন কার্যালয় কিনব।

পুলিশকে উদ্দেশ্য করে নুর বলেন,

জনগণের টাকায় আপনাদের বেতন হয়। আওয়ামী লীগের টাকায় নয়। তাই এখন সময় আছে জনগণের কাতারে আসুন। এই সরকারের সময় শেষ।

নির্বাচন কমিশনকে প্রতিবাদলিপি দিতে দলের ৪ সদস্যদের একটি প্রতিনিধি দল ইসি কার্যালয়ে আজ যাবে বলেও উল্লেখ করেন নুর।

এসময় আরও বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উর জামান ।

এর আগে বেলা সাড়ে ১২টায় রাজধানীর বিজয় নগর কালভার্ট রোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে রওনা দেন নেতাকর্মীরা।

মিছিলটি পল্টন, জিরো পয়েন্ট, মৎস্যভবন, শাহবাগ হয়ে বাংলামোটর মোড়ে পৌঁছালে পুলিশ আটকে দেয়।

 

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com