1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. admin@hostitbd.xyz : hostitbd :
  3. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
নয়াপল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ বলে রিজভীর ঘোষণা — Nobanno TV
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

নয়াপল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ বলে রিজভীর ঘোষণা

নবান্ন
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২২২ বার পঠিত
নয়াপল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ বলে রিজভীর ঘোষণা

নয়াপল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

রিজভী বলেছেন, ঢাকায় মহাসমাবেশ ঘিরে দলের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

বিনা কারণে শুধু ভয়ের আতঙ্ক ছড়াতে সরকারের হুকুমে নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সারা দেশের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও গ্রেপ্তার-নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন,

এখন পর্যন্ত পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি আরও বলেন, আজকে আমাদের নেতাকর্মীদের হাত পা ভেঙে দেওয়া হচ্ছে। হাতের কব্জি কেটে নেওয়া হয়েছে।

বিভিন্ন জেলায় অনেক নেতাকর্মীকে ক্ষমতাসীনরা সশস্ত্র আক্রমণ চালিয়ে হত্যা করেছে। তবুও আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি।

কোনও ধরনের সহিংসতা আমরা বিশ্বাস করি না। আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো- দমননীতি পরিহার করে বিএনপির মহাসমাবেশ কর্মসূচি সফলে সহযোগিতা করবেন।

রিজভী বলেন, এটা হলো সরকারের ব্যর্থ প্রচেষ্টা। নেতাকর্মীদের যত গ্রেপ্তার করবেন ততই কিন্তু আন্দোলন বেগবান হবে।

নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের উদ্দেশ্য করে রিজভী বলেন, নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনে যে যার মতো চলে যাবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. আবদুস সালাম প্রমুখ।

পুলিশের নির্দেশে সড়ক ছাড়লেন বিএনপির নেতাকর্মীরা পূর্ব ঘেষণা অনুযায়ী বুধবার বিএনপির মহাসমাবেশ হওয়ার কথা ছিল।

কিন্তু নিজের পছন্দমত সমাবেশে স্থান না পাওয়ায় একদিন পিছিয়ে ২৮ জুলাই সমাবেশ করার দিন নির্ধারণ করে বিএনপির।

কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে নয়াপল্টন দলের কেন্দ্রীয় সামনের সড়কে ও আশপাশের গলিতে অবস্থান নিতে থাকে বিএনপির নেতাকর্মীরা।

বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে নয়াপল্টন ভিআইপি সড়কে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।

যার ফলে, সেখানে উপস্থিত পুলিশের পক্ষ থেকে ১০ মিনিট সময় দেওয়া নেতাকর্মীদের সড়ক ছাড়তে।

পুলিশের এ ঘোষণার মিনিট ৫-৬ মিনিটের মধ্যে সড়ক ফাঁকা করে চলে যায় নেতাকর্মীরা।

বিএনপি মহাসমাবেশকে কেন্দ্র করে বুধবার  বিকেল থেকেই কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল।

‌এছাড়া বিএনপি কার্যালয়ের পাশেই রাখা হয়েছে প্রিজনভ্যান, সাজোয়া যান।

 

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com