1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : NobannoTV : admin Nobannotv
ক্ষমতা না ছাড়লে এদেশের মানুষ তাদের টেনে হিচড়ে নামাবে — Nobanno TV
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:০০ অপরাহ্ন

ক্ষমতা না ছাড়লে এদেশের মানুষ তাদের টেনে হিচড়ে নামাবে

নবান্ন
  • আপডেট সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৬৯ বার পঠিত
ক্ষমতা না ছাড়লে এদেশের মানুষ তাদের টেনে হিচড়ে নামাবে

আওয়ামী লীগ ক্ষমতা না ছাড়লে এদেশের মানুষ তাদের টেনে হিচড়ে নামাবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে মানিকগঞ্জে পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পদযাত্রায় পুলিশের বাধার অভিযোগ করেছে বিএনপি। শনিবার দুপুরে পৌর এলাকার বেউথা ব্রিজ পার হয়ে পদযাত্রাটি এলজিডি অফিসের সামনে আসলে পুলিশ বাধা দেয়।

পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।

তবে বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে সদর থানার ওসি মো. আব্দুর রউফ সরকার।

রিতা বলেন,

খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য জনগণকে সঙ্গে নিয়ে পদযাত্রার শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গেলে অবৈধ সরকার এতে পুলিশ দিয়ে বাধা দিচ্ছে।

 

তিনি বলেন,

এ অবৈধ সরকার খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থাও করছে না। চিকিৎসার জন্য তাকে বিদেশেও যেতে দিচ্ছে না।

খালেদা জিয়ার যদি কিছু হয় তার দায়ভার এ সরকারকেই নিতে হবে।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আপনাদের সময় ঘনিয়ে এসেছে। এদেশের মানুষ আপনাদের আর চায় না।

আপনারা যদি ক্ষমতা না ছাড়েন তাহলে এদেশের মানুষ আপনাদের ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামাবে।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর।

উপস্থিত ছিলেন বিএনপির জেলা বিএনপি যুগ্ম সম্পাদক সত্যেনকান্ত পণ্ডিত ভজন, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ,

সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার, নাসির উদ্দিন যাদু প্রমুখ।

 

এদিকে বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়ার বিষয়ে ওসি মো. আব্দুর রউফ সরকার অস্বীকার করে বলেন,

বিএনপির পদযাত্রাটি করার জন্য তারা শহরের এলজিডি পর্যন্ত অনুমতি নিয়েছিল। কিন্তু তারা শর্ত ভঙ্গ করে ব্যস্ততম রাস্তা অবরোধ করে সমাবেশ করেছে।

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com