1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
এবারের লড়াই জীবনপণ লড়াই : মির্জা ফখরুল — Nobanno TV
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:০৩ পূর্বাহ্ন

এবারের লড়াই জীবনপণ লড়াই : মির্জা ফখরুল

নবান্ন
  • আপডেট সময় : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৩৬ বার পঠিত
এবারের লড়াই জীবনপণ লড়াই : মির্জা ফখরুল

দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে। এবারের লড়াই জীবনপণ লড়াই, বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

শুক্রবার (১১ আগস্ট) ঢাকা মহানগরর উত্তর বিএনপি আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই আওয়ামী লীগ সরকার আমাদের সকল অর্জন ধ্বংস করে দিয়েছে। আমাদের বিচারব্যবস্থা শেষ করে দিয়েছে।

বিচার বিভাগের মধ্য দিয়ে আমাদেরকে জেলে ঢুকিয়ে দেয়। তাতে কি আন্দোলন থেমে গেছে? থামানো কি যায়? না।’

তিনি বলেন, ২০১৪ ও ’১৮ সালের মতো নির্বাচন করে পার পেতে চায় আওয়ামী লীগ। কিন্তু দেশের জনগণ সেটা হতে দিবে না।

 

বিএনপি মহাসচিব বলেন,

শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এই নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন কমিশন গঠন করতে হবে।

তিনি বলেন, ‘দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে।

এবারের লড়াই জীবনপণ লড়াই। কোনোভাবেই আমাদেরকে আটকানো যাবে না।’

‘মানে মানে পদত্যাগ করতে’ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মির্জা ফখরুল বলেন,

‘না হলে আমাদের নেতাও বলেছেন- ফয়সালা হবে রাজপথে। এবারের লড়াই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, খালেদা জিয়াকে মুক্ত করার লড়াই।’

 

আরও পড়ুন :

নবান্ন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com