1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন হিরো আলম — Nobanno TV
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন

একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন হিরো আলম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২১৭ বার পঠিত
একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম একতারা প্রতীক বরাদ্দ পেয়েছেন।

এ নির্বাচনের জন্য প্রথমে হিরো আলমের প্রার্থিতা বাতিল হয়। পরে নির্বাচন কমিশনের কাছে আপিল করে প্রার্থিতা ফিরে পান তিনি।

আজ ছিল এ উপনির্বাচনের প্রতীক বরাদ্দের দিন।

কে কোন প্রতীক পেলেন

আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত পেয়েছেন নৌকা, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান গোলাপফুল,

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন ছড়ি, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন পেয়েছেন ডাব,

তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান পেয়েছেন সোনালী আঁশ, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান লাঙ্গল।

 

গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে আসনটি শূন্য হয়। সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়।

এই হিসাবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৯ সালের ৩০ জানুয়ারি।

সংবিধান অনুযায়ী, সেই সময় ধরে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

অর্থাৎ আসনটিতে যিনি নির্বাচিত হবেন তিনি পাঁচ মাসের মতো সময়ের জন্য সংসদ সদস্য হবেন।

 

 

আরও পড়ুন :

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com