1. aoroni@nobanno.com : AORONI AKTER : AORONI AKTER
  2. aporna@gmail.com : Aporna Halder : Aporna Halder
  3. admin@hostitbd.xyz : hostitbd :
  4. admin@nobannotv.com : nobannotv.com : Nobannotv com
আল্লাহ ও জনগণের ওপর ভরসা করেন শেখ হাসিনা: শামীম ওসমান — Nobanno TV
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন

আল্লাহ ও জনগণের ওপর ভরসা করেন শেখ হাসিনা: শামীম ওসমান

নবান্ন
  • আপডেট সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৫ বার পঠিত
আল্লাহ ও জনগণের ওপর ভরসা করেন শেখ হাসিনা: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানে বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ তার নিজস্ব গতিতে চলে।

বিএনপি ভাঙলো কি গড়লো, বিএনপির কী হলো কী না হলো, তাতে অওয়ামী লীগের কিছুই যায় আসে না।

বাংলাদেশ আওয়ামী লীগ ও নেত্রী শেখ হাসিনা দুটো জিনিসের উপর ভরসা করেন। এক সৃষ্টিকর্তা ও দুই জনগণ।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের কালির বাজার এলাকায় জেলা শিল্পকলা একাডেমিতে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন,

জাতির পিতার কন্যা শেখ হাসিনা আল্লাহর ওপর বিশ্বাস রাখেন। শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করা হয়েছে। আল্লাহ তাকে রক্ষা করেছেন।

আর তিনি জনগণের ওপর নির্ভর করেন। তিনি জনগণের সমর্থনে সরকার গঠন করেছেন, ভবিষ্যতেও করবেন। আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস।

এর বাইরে কোন শক্তি কিংবা অপশক্তি কী করলো, তা আমরা পরোয়া করি না।

তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয়, লন্ডন থেকে বসে যিনি দেশ চালানোর চেষ্টা করছেন, উনার লক্ষ্য রাজনীতি করা নয়।

উনার লক্ষ্য হল এই দেশটাকে অকেজো বা অকার্যকর রাষ্ট্রে পরিণত করা।

সেই কারণেই একটি অকার্যকর রাষ্ট্র করার জন্য যে ধরনের নেতৃত্ব দরকার, উনি তাদেরকে বেছে নিয়েছেন।

এবং তার এই ধরনের লোকদের বেছে নেওয়ার কারণেই আমার মনে হয়, এই সমস্ত ত্যাগী লোকেরা বিএনপি থেকে বেরিয়ে এসেছেন। এটাতো মাত্র শুরু হলো,

আমার মনে হয় আরো বহু লোক এই দলের অপরাজনীতির থেকে বেরিয়ে আসবেন। যারা ২০১৩-১৪ সালে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে,

যারা মানুষের সম্পদ জ্বালিয়েছে, যারা আগুন দিয়ে পাঁচশ মানুষ পুড়িয়ে হত্যা করেছে। আমার মনে হয় ভাল মানুষগুলো এখান থেকে বেরিয়ে আসবে।

আনসার ভিডিপি নারায়ণগঞ্জের জেলা কমান্ড্যান্ট মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের কমান্ডার (পরিচালক) মো. রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন,

জেলা পরিষদ চেয়ারম্যান চন্দন শীল, অতিরিক্ত জেলা প্রশাসক নুরনবী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ,

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নারায়ণগঞ্জ জেলার ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা।

 

নবান্নটিভি

সংবাদটি শেয়ার করুন

এই রকম আরো কিছু জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2023 nobannotv.com
Design & Development By Hostitbd.Com