আন্দোলন জয় নিশ্চিত বলে নেতাকর্মীদের আশ্বস্ত করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তার অভিযোগ, আন্দোলন থেকে দৃষ্টি সরাতেই সরকার জঙ্গি নাটক তৈরি করেছে।
রোববার (১৩ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৪ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় বিএনপি মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন,
সরকার ভয় পেয়েছে। তাই উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছে। আমরা আশাবাদী। দেখতে পাচ্ছি, এই সরকার উত্তাল তরঙ্গে ভেসে যাচ্ছে।
তিনি বলেন, কোন ফ্যাসিস্টের অধীনে দেশের উন্নয়ন হয় না, ধ্বংস ছাড়া।
শেষ সময়ে এসে ‘ধর্মের কল বাতাসে নড়তে’ শুরু করেছে। জনগণ শেখ হাসিনার পতন চায়।
বিএনপির আন্দোলন থেকে সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে চায় দাবি করে ফখরুল বলেন,
যখনই আন্দোলন উঠতে থাকে তখনই জঙ্গি নাটক করে সরকার।
গতকাল শনিবার (১২ আগস্ট) মৌলভীবাজারের কুলাউড়ায় জঙ্গি আস্তানা থেকে ছয় নারীসহ ১০ জঙ্গি সদস্যকে আটক করা হয়।
এসময় তাদের সাথে থাকা তিন শিশুকেও উদ্ধার করা হয়।
কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আসাদুজ্জামান বলেন,
আটক জঙ্গিরা ‘ইমাম মাহমুদের কাফেলা’ নামে একটি নতুন জঙ্গি সংগঠনের অনুসারী। তারা এই এলাকায় ৫০ শতক টিলাজমি কিনে প্রায় এক বছর ধরে অবস্থান করছিল।
তাদের অনুসারী বাড়ানোর জন্য এখান থেকেই দাওয়াতি কাজ চালায় ঢাকাসহ সারা দেশে।
জঙ্গি আস্তানার খবর পেয়ে শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় একটি বাড়ি ঘেরাও করে পুলিশ।
শনিবার (১২ আগস্ট) ভোরে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছায় কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।
পরে সেখানে যোগ দেন সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
প্রায় সাড়ে ছয় ঘণ্টার অভিযানে ১০ জঙ্গিকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক ও জঙ্গিবাদি বই।
আরও পড়ুন :